ভাষা
না লিখতে লিখতে
না লিখতে লিখতে
না লেখাটা অনভ্যাসে পড়ে গেল
অনভ্যাসেই তুলে নিলাম শরকলম
দোয়াতে চুবিয়ে দেখি কালি নয় জল
কাগজে উ্ঁচুুনীচু কাদা ও কাঁকরের অসমতল
ফিরিয়ে দিচ্ছে নিভৃতি সব উচ্চারণ
তোতলা জিহ্বা থেকে উর্বর ধ্বনি প্রকরণ
ঘিলুর প্রতিবন্ধী স্নায়ুবিষাদ
কিছুই আসছে না শীতস্বভাবের জবুথবু
শিরদাঁড়ায় মানুষটুকু রাখি সরলরেখায়
কশেরুকায় টের পাই শয়ন না কি সঞ্চালন
নিজের ভেতর দোঁয়াশ খুঁড়ি
খুঁড়েই চলি
যতক্ষণ না আগুন কিংবা আবাদ
অনভ্যাসে না লেখাটাই লিখতে থাকি কেবল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন