পৃথিবী
খুব বেশি দিন পৃথিবী
আমাকে
বাঁচিয়ে রাখবে না
দিন দিন কুৎসিত করে তুলছে
কুকুর ,বিড়াল পর্যন্ত
এড়িয়ে চলে
মশাজন্মের মত বেঁচে থাকা
রাশ রাশ অন্ধকার নিয়ে
নেই অতীত, ভবিষ্যত
কোথাও কোন ঋণ নেই
জন্মঋণ ছাড়া
ভালবাসা যেটুকু পেয়েছি
সবটা দিয়ে গেলাম
পৃথিবী
কী ভাবে বেঁচে আছি
কী ভাবে বেঁচে আছি এসে
দেখে যাও
সুখ বলে কোন বস্তুকে
দেখলাম না কোনদিন
এখন আমার চারিদিকে কারা
যেন
বেদপাঠ করে
গার্গী ,মৈত্রেয়ী সবাইকে
চারপাশে
ঘোরাফেরা করতে দেখি
শুধু মনে হয় কারা যেন
অপেক্ষা করছে
শরীরটা ছিন্নবিছিন্ন
হয়ে যাচ্ছে
সুদূর গঙ্গা বয়ে চলেছে
ভিতর দিয়ে
এসো সুখ এসো পরম আশ্রয়ে
_______________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন