নিজস্ব এই নরকে
নরক আমি
নিজের মতো সাজিয়ে নিয়েছি
মাটিতে
ফুলের রেণু বিছানো থাকে এখানেও,
নানা
বর্ণের টুনি লাইটে উজ্জ্বল—
আমার
একান্ত নিজস্ব লাম্পট্যটুকু, যা কিনা
স্বর্গরাজ্যের
চেয়ে অনেকটা এগিয়ে ...
স্বর্গকে
আমি জয় করতে চাইনি কোনদিন,
ছাপিয়ে
যেতে চেয়েছি শুধু –
বৈভবে …
আর লাম্পট্যেও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন