ভাষাসমগ্র
ক
ভাষার চিরুনিঅক্ষরের চুল বাক্যের খোঁপা
এই তিনজন করে গাঁথা শব্দব্রহ্ম আদিজবা
খ
চোখের দীঘিতে ছলছল মাতৃভাষা
শমীবৃক্ষের পুকুরে টলটলে পিতৃভাষা
গ
একমাত্র ভাষাই জানে মায়ের বুকে
দুধ তৈরির গোপন ফুলদানি
ঘ
নক্ষত্রের কলাম! দীর্ঘভোরের কলমে
সাজায় বসত পালকপাঠ সহজপাখি
ঙ
ভাষার অন্দরে পোয়াতি আলোবাতি
থৈ থৈ দোয়াতরান্নার আনাজপাতি
চ
ভাষাউল দিয়ে সোয়েটার সেলাই মুখের কথা নয়
ভাসা ফল দিয়ে ফলাহার তৈরি করতে যেকেউ পারেনা
ভাষা পান করার আগে পিপাসার কাছে নিতে হয়অনুমতি
ছ
ভাষানদীতে সারা দিনে মাত্র একটি নৌকো!
পারাপারের উদ্দশ্যে লেখাতরী করে উৎসর্গ
জ
ভাষাচাঁদ যতো পুরনো ততোই বালক চই
স্লেটদোলনায় দোল খায় শিশুনামতা হৈচৈ
ঝ
ভাষা অমৃত বাসাদেওয়ালঘড়ি পাঠশালা
সজনে গাছ সজনে ফুল পাটাতনে সূর্য আঁকা
ঞ
ভাষার আঙ্গুলদেবতার ডাকহরকরা
স্পর্শে, রানার।বিনাস্পর্শে, চিঠিওয়ালা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন