আগুনে ভেজা কবি
অন্ধকার ছিলো না, অনিদ্রায়
সারারাত্রি
তোমার স্মৃতির আয়াত মুখস্থ
করলো
বিচ্ছেদের পাপড়ি ঝরতে
ঝরতে
মনের বারান্দায় কষ্টের
দংশন।
প্রেমের বাহানায় চাঁদের
দীর্ঘ মোনাজাতে
মাটির সিজদা যেনো অনাদি
বিস্ময়!
নীরব খাঁচায় প্রভাতের
কোকিল ডাকে,
আলোয় আজ আমার দুচোখ অন্ধ!
কোনো বিপর্যয়ের কাহিনী
নয়,
মানুষের ভিতর সন্ধান
করি
সহজেই যাত্রার প্রতিবেশী
রাস্তা।
বিষের আকাল চলছে, মৃতরা অনাহারী,
বিনয়ে আমি বিষের জন্য
বিজ্ঞাপন দিচ্ছি অন্ধের
দৃষ্টিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন