গতিবিন্যাসের শিল্পকলা
মন খুলে গেছে--
খোলো, খুলে ফেলো নিজেকে
এখন,
চোখ বড়ো-বড়ো করে বিস্ময়
প্রকাশ
করবো না এবেলা,
সমুদ্র উত্থান নিয়ে অনাবৃত
হওয়ার খেলা।
খোলা চিঠি পড়ে ফেলি--চোখ
মেলি
কোনো রাখ-ঢাক থাকবে না,
ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর
থেকে করি
খননের কাজ,
উন্মোচিত হওয়ার জন্য
খুলি ভাঁজ
খোলাদুয়ারের হাওয়া লাগুক
আজ।
আবেগ অনুভূতির শিহরণ
নিয়ে
গতিবিন্যাসের শিল্পকলা,
উন্মুখ হবার ইঙ্গিতে
ইঙ্গিতে ফোটে
মুক্ত স্বরধ্বনি,
হাতে টেনে নিই রত্নমণি
নেই কোনো বাণিজ্যজীবীর
ছলাকলা।
মন খুলে যায়, চোখ খুলে
যায়
বনবাদাড়হীন খোলা মাঠ-
জেগেছে উপলব্ধির আর্দ্রঘন
পাঠ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন