বেহুলা বাংলা আমার
এবার অনেক কিছু ভাবা যাক।
কালচক্রে মুছে যাওয়া সিঁদুর__
নতুন করে রাঙিয়ে নেবে বেহুলার সিঁথি।
বানভাসি নদীর জলে নাই বা ভাসালে মৃতপ্রায় বাংলা ভাষার লক্ষীন্দরের শব।
বরং বাংলার বেহুলা গাঙুরের জলে, ভেলা ভাসিয়ে
পৌঁছে যাক স্বর্গের নন্দন কাননে।
পারিজাত পুস্পের মালা পরিয়ে
তাকে উজ্জীবিত করুক ,
দেবতার আশীর্বাদে__
হোক অনিন্দ্যকান্ত , সমৃদ্ধ, শ্রুতি মধুর ।
মায়ের আশীষে, বধূর ভালবাসায়, সন্তানের আধোবূলিতে, আবদারে ,
প্রনয়ীর নিবেদনে,
বাংলার বেহুলা আবার সাজাক বাসর
সাজুক প্রিয়তমা সাজে
সকল বাঙালীর হৃদয়ের মধ্যে তার
নব জাগরণ হোক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন