একুশে
যখন দশ
প্রথম দেখা তার সঙ্গে; হাতে ছিল
পরের বাগানের ফুল, পায়ের নিচে
নিহার ভেজা মাটি !
কুয়াশামাখা উত্তাল প্রেমে মনে ছিল
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”...।
কেটে গেছে অনেকগুলো বছর
হাতে এখন ক্রীত ফুল, পায়ের নিচে কঠিন পথ
মিডিয়ায় মিডিয়ায় ছবি; এখনও যাই তার কাছে
মনে বাজে এখনও,
সুরে সুরে যাই তার কাছে
পুষ্পাঞ্জলি দেই, প্রেম উত্তাল মনে বাজে গান
কিন্তু সেই ‘দশের’ উন্মাদনা বাজে না !
বিশ্ব পরিচিতি পেয়ে
সে এখন সীমাবদ্ধতার জলাভূমি; মনে আনন্দ
অথচ প্লাবনে ভাসে না আমার বুকের জমিন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন