ধ্বনির জন্ম ব্যথা
দগ্ধ স্রোতে রঞ্জিত ছিলো ধ্বনির জন্ম পথ।
সন্ধ্যাদীপ মিটমিট করে আলোর জন্ম ব্যথা বলে ছিলো সেই
দিন।
অশ্রুসিক্ত পলাশ নীল বেদনায় প্রহর এঁকেছিল রাজ পথে।
স্বজনের একমুঠো আর্তনাদ বাতাসে নাচন ধরিয়েছিল।
ভিনদেশীর
নগ্ন তরবারির রণনে
কেঁপে
উঠেছিল ফাল্গুনের সে আকাশ।
এই সব কিছু তো তোমারই জন্য হে অমর একুশ, সব তোমারই জন্য।
বীভৎসতার উলঙ্গ
আয়োজন করেছিলে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের আবদারে।
যাদের রক্তে স্নান করলো বর্ণমালা-
তারা
শুধু হলো
ইতিহাস; আর
বাংলা পেয়ে গেলো পূর্ণতা।
শোকের ধব্জা, নীল
প্রাচীর, পরিজনের আর্তনাদ আর
জননীর
অশ্রুতে জন্ম নিলে তুমি,
হে অমর একুশে
ফেব্রুয়ারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন