শব্দ-জঠর
ছেলেবেলায় মায়ের সাথে গলা মিলিয়ে বলেছি
কতোবার..
'মোদের গরব মোদের আশা, আ- মরি বাংলা ভাষা'
তারপর আকাশের গর্তে বোবা বৃষ্টিদের জমা
রেখে বুঝেছি এক অন্তহীন শব্দ-স্রোত শিরায় শিরায় ছুটে চলেছে নিরন্তর...:
আজকাল অদ্ভুত এক মৌনতা ভর করে,
কেমন কপালের আল বেয়ে নেমে আসে অক্ষরের জ্বর।
থেকে থেকে রক্তে কাঁপন ওঠে,
ঠোঁটের পাশে বিষাক্ত ফোঁড়ার মত নীল তরল দানা বাঁধে...
ঘুম আসে না।
তখন,
তোমার আদরের স্পর্শে নিখাদ স্বরবর্ণের
বিশুদ্ধতা হাতড়ে মরি!
শক্ত চিবুক বেয়ে নোনা
পাহাড়েরা গড়িয়ে পড়ে,
তারপর,
সব কেমন নরম, যেন শিশুর মুখে প্রথম উচ্চারিত
অখণ্ড বর্ণমালা...
অক্ষরের আদিম গন্ধে নতজানু হয়ে ফিরে
আসি।
কিছু সঞ্চিত রাখি গোপন দেরাজে ,
আর কিছু অব্যয়ে,
বিশেষণহীন শূন্যতায়,
বা অজানা কোনো সন্ধির
ইঙ্গিতে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন