কান পাতলেই শুনি
রাতে, সব কিছু নিরব হয়ে
গেলে—
মহল্লার কুকুরগুলি ধ্যানমগ্ন
হয় অন্ধকারে—
চোখ বুজে কেউ দেখে বোনের
মুখ—ভরা রোশনি,
সেই দ্রুতগামী ট্রাক—
থেঁৎলানো শরীর থেকে নিভে
যাওয়া প্রাণ—
ল্যাম্পপোস্টের নিচে।
প্রাচীন গুহা থেকে উড়ে
আসা একলা পাখি
শিস দেয় তার নৈ:শব্দে
সব কিছু আরও নিরব হয়ে
গেলে—
মৃদ লয়ে গান, ডানার ছটফটানি— ফুঁপিয়ে কান্নার ধ্বনি—
কান পাতলেই শুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন