বোবা দেওয়াল
ওই বাড়িটির থেকে উঁকি দিচ্ছে নোনা লাগা ইট
বিকেলের তলানি আলো
ম্লান চোখ ছাদের কিনারে
এসে ঢেলে দিচ্ছে
এ দিনের সমস্ত সঞ্চয়
স্যাঁতসেঁতে ভিজে গন্ধ
লাফ দিচ্ছে রোদ্দুরের গায়ে
এ ঘর ও ঘর থেকে নিরুদ্দেশ
চিৎপুরি ঢঙের পোশাক
ভেটকির ফ্রাই কিংবা রুইয়ের
কালিয়া
বাতাসে তেমন গন্ধ আজ
আর নেই......
বোবা দেওয়ালের গায়ে শুধু
ঝুলে আছে দীর্ঘশ্বাস
গুহাচিত্র অতীতের জমজমাট
স্মৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন